
গ্লোব্যাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ এর তথ্য মতে, ৮১ লক্ষ প্রাপ্ত বয়স্ক মানুষ কর্মক্ষেত্রে এবং ২ কোটি ৫০ লক্ষ মানুষ পাবলিক পরিবহনে যাতায়াতের সময় পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়াও রেস্তোরাঁয় পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন ৪৯.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। অধূমপায়ীদের রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বা ‘ডেজিগনেটেড স্মোকিং জোন’ বিলুপ্ত করা হয়েছে খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী মোট ৬৭টি দেশ ধূমপানের নির্দিষ্ট স্থান বিলুপ্ত করেছে এবং ৪২টি দেশ তাদের বিমানবন্দরে স্মোকিং জোন নিষিদ্ধ করেছে।