
ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস (ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট) ব্যবহারের স্বাস্থ্যক্ষতি আমলে নিয়ে বিশ্বের অনেক দেশ এগুলো নিয়ন্ত্রণে ইতোমধ্যে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। এধরণের তামাক পণ্য গুলো মূলত তরুণ প্রজন্মকে টার্গেট করে বাজারে আনা হয়। খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনে সকল প্রকার ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস এর আমদানি, উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দ্রুততম সময়ে আইনটি পাশ করা হলে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে বহুগুণে।